শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সাইরুন বেগম(৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯শে জুলাই-২৩ইং) সকাল সাড়ে ৮টায় গোলহাট এলাকায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। নিহত সাইরুন বেগম গোলাহাট কবরস্থান এলাকার মৃতঃ সফি হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাইরুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। লাইনের ধারে ট্রেনে কাটা কড়া একজনের লাশ দেখতে পান লোকজনেরা। পরে স্থানীয়রা সেখানে গিয়ে সাইরুনের মরদেহ শনাক্ত করেন।
সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানাধীন গোলাহাট এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাইরুনের মৃত্যু হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।