শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১৯শে মার্চ সকালে দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জামিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন, উপ-প্রচার সম্পাদক রেজাউল করিম রঞ্জু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল লতিফ সরকার সদস্য মোঃ জাহাঙ্গীর কবির সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়া সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাঁতী লীগের আয়োজনে দিনটি উপলক্ষে কেক কাটা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।