রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে মাইক্রোবাসের চাপায় রাব্বী(৪০) ও সিহাব উদ্দিন(৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন- ভারী কোন যানবাহনের চাপা নিহত হন তারা। তবে কোন মাইক্রোবাসের চাপায় তারা নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পাওয়া গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।