শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে নীলফামারীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮শে মে সকালে নীলফামারী জেনারেল হাসপাতালের আয়োজনে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ গোলাম রসুল রাখির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ জাইরুল করিম, রেজিষ্ট্রার (গাইনি এন্ড অবস) ডাঃ মোছাঃ সুলতানা রাজিয়া লাকী, মেডিকেল অফিসার ডাঃ মাহবুব উল আলম, ডাঃ তাবাসসুম মাহজাবী, ডাঃ সাকেরা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা জানান- বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আরও বেগবান করার উদ্দেশ্যে আমাদের আজকের এই কর্মসূচি।
এসময় নীলফামারী জেনারেল হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।