বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ‘স্মার্ট নীলফামারী জেলা বিনির্মাণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫শে মে নীলফামারী সরকারি কলেজ হল রুমে কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুর রহমান।
স্মার্ট জেলা বাস্তবায়ন কমিটির ফোকাল কর্মকর্তা সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান।
আয়োজিত কর্মশালায় নীলফামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।