শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমল)সাবেক সংসদ সদস্য (এমপি), ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে অপারেশন ডেভিল হান্টে রংপুর নগরীর সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুস্তাফিজার রহমান ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের বিরোধিতা করেন আসামী পক্ষের আইনজীবী এ্যাড. ইতফা আক্তার। পরে উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েবুর রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তিনটি মামলার মধ্যে নীলফামারীতে দু’টি ও রংপুরে একটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।