বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড পাবনার পওর বিভাগের উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মির্জা, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রামানিক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, পদ্মার ভাঙন রোধে ৭৬ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার জিও ব্যাগ ফেলা হবে। এর মাধ্যমে নদী তীরের বাসিন্দারা ভাঙন থেকে রক্ষা পাবে বলে আশা সংশ্লিষ্টদের।