মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
শীতার্ত রিকশা শ্রমিকদের মাঝে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রবিবার (৫ জানুয়ারি) ২০২৫ইং বিকেল সাড়ে ৪ টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় চত্বরে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
তিনি বলেন, দেশব্যাপী কয়েকদিন তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শীতে নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টসাধ্য জীবন যাপন করে। শ্রমিকেরা যাতে এই শীতে একটু ভালো থাকে সেটি বিবেচনা নিয়ে ৩’শ রিক্সার শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি ও বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি লেখক এবং মানবাধিকার কর্মী শফিক আল কামাল, জাতীয় দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার শামীম আহমেদ ও এনডিসি মনিরুল ইসলাম প্রমুখ।