শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলা ৫ শতাধিক শতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপর সামগ্রী বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামের আয়োজনে মঙ্গলবার ৮ই নভেম্বর বেলা সাড়ে ১২ সময় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মুকুল, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম প্রমুখ সহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাউ, তেল, ডাল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধুনিয়ার গুঁড়া সহ সর্বমোট ১৪ কেজি ৪০০ গ্রাম ছিল।
উক্ত উপজেলার বৃদ্ধ ভ্যানচালক আকতার আলী(৬৫) প্রধানমন্ত্রীর উপর সামগ্রী পেয়ে খুশি হয়ে হাত তুলে দোয়া করেন।