বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে রমজান বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল শিক্ষক অডিটোরিয়ামে ৩রা মার্চ, সোমবার অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পাবনা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে, উপাধ্যক্ষ আব্দুল লতিফ এর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী। আরো বক্তব্য রাখেন- অত্র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন ও গভর্নিং বডির সদস্য মোঃ আসরাফুল আলম হেলাল।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- ইসলামিয়া কলেজর অধ্যাপক মুহাম্মদ রকিব উদ্দিন, দারুল আমান ট্রাস্টের সদস্য মাওলানা আব্দুর রউফ আনছারী, আবু হানিফ, মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম রনজু, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা বেলাল হোছাইন, মাওলানা জামাল হোসেন সহ অত্র মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা, কর্মচারি , সাংবাদিক, গভর্নিং বডির সদস্য বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবার মাদ্রাসা থেকে ২০২২ইং সেশনে দুই জন ছাত্র মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁরা হলো- হাফেজ রাকিবুল ইসলাম মামুন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর চান্স পেয়েছে। মোঃ নাইমুর রহমান নাইম চান্স পেয়েছে এম মুনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ।