শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে একজন মাদক ব্যবসায়ী ৮(আট) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেছে। পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে রবিবার (২৭শে আগস্ট-২৩ইং) ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) তানভীর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন চরগোবিন্দপুর বাজারের আমিন কোচ কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযানে সুজানগর থানার দুলাই চৌধুরী পাড়া গ্রামের মোঃ কাজেম উদ্দিন শেখ এর ছেলে মাদক ব্যবসায়ী ১। মোঃ আমিন উদ্দিন শেখ(৩৫) কে মাদক দ্রব্য ৮(আট) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আমিনপুর থানার মামলা নং-২২ তারিখ ২৭/০৮/২০২৩ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) এর সারনি ২৪(ক) ধারায় মামলা রজু করা হয়েছে।