রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পীরগঞ্জ ইউনিয়নের তুলারামপুর গ্রামে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রধান ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ও পীরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোকছেদ আলী, উপদেষ্টা মাসুম বিল্লাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ বিলাস, ইকরামুল হক, আলহাজ্ব সেকেন্দার আলীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।