শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
শহীদ আবু সাঈদের জম্ম ভুমি রংপুরের পীরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবীতে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় পীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যনারে এ গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী’র সভাপতিত্বে মাববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, জেলা জামায়াতের মসজিদে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদের সহদর আবু হোসেন, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন জামায়াতের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর অধ্যাপক ইদ্রিস আলী, এনসিপি রংপুর জেলা সংগঠক মাসুম বিল্লাহ ,সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। যার আত্মত্যাগের মধ্যে দিয়ে আন্দোলন তীব্র ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আবু সাঈদ এর স্মৃতি পীরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।