শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সম্মেলনে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি‘র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, মহিলা দলনেত্রী আনোয়ারা বেগম ও মর্জিনা আক্তার বিএনপি নেতা তাওহীদ ও মাহমুদুল আলম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা নির্বাচন পরিচালনা কমিটি বিনা প্রতিদন্ধিতায় মাহমুদুন্নবী চৌধুরী পলাশকে সভাপতি, মোস্তাফিজুর রহমান সেলিম কে সিনিয়র সহসভাপতি, সহাকারী অধ্যাপক জাকির হোসেনকে সাধারন সম্পাদক, শাহিনুজ্জামান শাহিনকে সাংগাঠনিক সম্পাদক ও মাহবুবুল আলম
বিটুকে সহ সাংগাঠনিক সম্পাদক করে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষনা করে।
এদিকে সম্মেলন উপলক্ষে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা অডিটোরিয়ামে পৌঁছিলে পরিপূর্ণ হয়ে যায় উপজেলা অডিটরিয়াম চত্তর। দলীয় নেতা কর্মিদের মাঝে ছিল ব্যাপক উচ্ছাস।