বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ মন্ডল সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটনের সঞ্চালনায় সম্মেলনে রংপুর বিভাগীয় বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রধান অতিথি ও রংপুর বিভাগীয় বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উদ্বোধক ছিলেন।
এতে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম প্রধান বক্তার বক্তব্য রাখেন। পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন ও অন্যান্য নেতৃবৃন্দু বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে। উল্লেখ্য, সম্মেলনে পীরগঞ্জ পৌরসভার সাইফুল আজাদ মন্ডল সভাপতি ও ইয়াতিমুল হাসান লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।