সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
শৈত্য প্রবাহে ভোগান্তি ও দুর্দশা লাঘবের উদ্দেশ্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে র্শীতবস্ত্র(কম্বল) বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক আনিস, সদস্য সচিব সালামসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসারত সাবিনা, রত্না, আনোয়ারা, জামান, মনিরসহ সকলেই কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।