বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা আহত হয়েছে।
বুধবার ১৮ই জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম তিশা আক্তার(১১), এ ঘটনায় আহত হয়েছে তার বাবা মোঃ রেজাউল করিম। তারা পাবনার আতাইকুলা থানার মধুপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান- তারা মোটরসাইকেল যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছলে একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।পেছন থেকে পড়ে ঘটনাস্থলেই তিশা মারা যায়।
আহত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস আটকের চেষ্টা চলছে।