রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৪ইং সকালে নগরীর টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বাতিল শক্তি ব্যবহার করছে। শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে সবসময় ব্যবহার করে যাচ্ছে। সুতরাং এই সমস্ত শ্রমিক ভাইদের কে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিয়ে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে ফেডারেশন কেন্দ্রীয় সহ. সভাপতি গোলাম রব্বানী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, আপনি টুপ করে নয়, প্রকাশ্যে আসেন, আপনাকে রিসিভ করে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। তারপর জাতি দেখবে আপনি কিভাবে মানুষ খুন করেছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। মাহফুজুল হক সেলিমের সঞ্চালনায় ও সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম।
নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. কাওসার আলী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে আমরা প্রকাশ্য কোন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারিনি। গত ২০১৯ সালে মহানগরীর নীলকন্ঠে আমরা সম্মেলন করতে গেলে সেখানে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের বাঁধায় তা করতে দেয়া হয়নি। গত ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে ফ্যাসিবাদের সম্রাজ্য গুড়িয়ে দেয়ার পর থেকে সাধারণ মানুষ কথা বলতে পারছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যারা আগামীতে, ইসলাম, রাষ্ট্র ও দেশের নাগরিক অধিকার হরণ করার চেষ্টা করবে তাদেরকে কোন ছাড় দেয়া হবেনা। এছাড়াও তিনি শেখ হাসিনার পতন থেকে ফ্যাসিবাদের দোষরদের শিক্ষা নেয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত- ২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে অ্যাডভোকেট কাওসার আলীকে সভাপতি, শাহানত মিয়াকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।