রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আইনি লড়াই করে প্রার্থীতা ফিরে পেয়েছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়জুল ইসলাম ও ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ ফজল খান।
উচ্চ আদালতের রায়ের আদেশ পেয়ে মঙ্গলবার ২৫শে অক্টোবর তাদেরকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
আনজুমানে আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ ফয়জুল ইসলাম পেয়েছেন চামচ প্রতীক এবং কাউন্সিলর প্রার্থী মোঃ ফজল খান পেয়েছেন পানির বোতল প্রতীক। প্রতীক পেয়েই তারা শুরু করেছেন প্রচার-প্রচারণা।
প্রসঙ্গত- হলফ নামায় স্বাক্ষর না করায় যাচাই-বাচাইয়ে মোঃ ফয়জুল ইসলাম ও মোঃ ফজল খান এর প্রার্থীতা বাতিল করেন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। এরপর জেলা আপিল বিভাগেও তাদের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হন ফয়জুল ও ফজল।
অবশেষে গত রবিবার ২৩শে অক্টোবর উচ্চ আদালত তাদের পক্ষে রায় দেন এবং রায়ের আদেশ পেয়ে মঙ্গলবার ওই দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার।