সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
পুলক আহমেদ- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী রাশিদুল ইসলাম রিপন কে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১১ব্যাচের শিক্ষার্থী মোছাঃ সানজিদা শাম্মি কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
শনিবার ১২ই নভেম্বর সাবেক সহঃ সভাপতি সাখাওয়াত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহঃ সভাপতি হিসেবে মোঃ নাজমুস সাকিব, মোঃ রাসেল রানা, মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর রাহা, লাকি খাতুন, আফরোজা জান্নাতি, নুরে জান্নাত সিদ্দিকা বৃষ্টি,কোষাধ্যক্ষ জি এম ইমরান, সাংগঠনিক সম্পাদক ফাহিমুল কবির ফাহিম, মোঃ আরাফাত হোসেন, রেনি আক্তার, মোসাদ্দেক চৌধুরী, মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন, উপঃ প্রচার সম্পাদক হৃদয়, ইসরাত জাহান মনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক মীর মোহতাসিম হোসাইন সিয়াম, মোঃ মিরন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন এবং শার্মিলা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
কমিটির নতুন সভাপতি রাশিদুল ইসলাম রিপন বলেন- সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য স্বপ্নসিঁড়ি সংগঠন প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অধিকার বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকল্পে কাজ করে আসছে।এছাড়াও নানা ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে স্বপ্নসিঁড়ি’র স্বেচ্ছাসেবীরা।
স্বপ্নসিঁড়ি সর্বদা বিশ্বাস করে মানবিক সমাজ গঠনে সকলের অংশগ্রহণ প্রয়োজন এবং সভাপতি হিসেবে আমি যেন আমার কাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এই প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য- ২০১৮ইং সালের ৩রা মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বপ্নসিঁড়ি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় থেকে অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।