শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরের বৌলগ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ি। নিহত নারীদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান- ২৭শে জুলাই বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের বৌলগ্রাম ব্রীজের পূর্ব পাশের অংশে ভ্যান উল্টে পরে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানে থাকা যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাতে মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহত মা ও মেয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা(৪০) ও মেয়ে আল্লাদি আক্তার(২০)।
রাজৈরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান- ট্রাকের সামনে ভ্যানটি উল্টো গিয়ে পরে যায় তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে।