বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ হাসি বেগম(৪৫) নামে এক নারী কে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। হাসি বেগম ওই এলাকার লুৎফর মাতুব্বর এর স্ত্রী।
মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসলাম হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে হাসি বেগম নামে এক নারীকে সাড়ে নয় হাজার পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করি আমরা।
আটকের পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করি এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। হাসি বেগম একজন মাদক ব্যবসায়ী। অভিযানে তার ছেলে সাদ্দাম মাতুব্বর(২৫) পলাতক ছিল।
এসময় উপস্থিত ছিলেন- অত্র দপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, সহকারী উপ পরিদর্শক সিদ্দিক আলী, ইকবাল মাহমুদ, সিপাই হোসেন আলী, তালহা।