শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার ২৩শে জুলাই সকালে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই (শনিবার) থেকে ২৯শে জুলাই শুক্রবার ২০২২ইং পর্যন্ত জেলার মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ৭ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মত বিনিময়সভায় এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান- র্বতমানে মাদারীপুর জেলায় মোট মাছ উৎপাদন ২৬ হাজার ৭৯৪ মেট্রিক টন যা চাহিদার তুলনায় প্রায় ৬০০ মেট্রিক টন উদ্বৃত্ত। মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত বছর মাদারীপুর জেলার জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন মহোদয় জাতীয় মৎস্য পুরস্কার পেয়েছেন।
এ বছরও শিবচর উপজেলার একজন সফল মৎস্য উদ্যোক্তা বিনয় মালো জাতীয় মৎস্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এ ছাড়াও তিনি জানান- ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, আলোচনাসভা ও র্যালি, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। চাষীদের পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ সপ্তাহের মূল্যালয় ও সমাপনী অনুষ্ঠান।
মাদারীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মাইনউদ্দিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com