মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ইন্টারনেটে আসক্তির ক্ষতি প্রতিপাদ্যে মাদারীপুরে দুইদিন ব্যাপী ৪৪তম বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে থাকছে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্বাবিত প্রদর্শনী, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। জেলার ৫টি উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের ১৫ দল অংশগ্রহণ করছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জামান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র শিক্ষক সহ অনেকেই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে এতে তত্তাবধান করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।