বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
কালের কণ্ঠ শুভসংঘের মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার ৫ই জুলাই মাসব্যাপী বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন।
দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ স্লোগানে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে আম, জাম, লিচু, পেয়ারা, কাঁঠাল, আমলকিসহ বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়। এছাড়াও অতিথি ও শুভসংঘের সকল সদস্যদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
মাদারীপুর শহরের দুই নং শকুনি এলাকার শুভসংঘের কার্যালয় প্রাঙ্গণে মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এরপর শুভসংঘের কার্যালয়ে নতুন কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শুভসংঘের মাদারীপুর জেলা সভাপতি এসএম আরাফাত হাসান। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শুভসংঘের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ সোহেল-উজ্জামান ও আয়শা সিদ্দিকা আকাশী।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জামান কাজল, শুভসংঘের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সিয়াম সহ অনেকে।