শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর রাজৈর উপজেলার বিল বাঘিয়া ও আমগ্রাম বিলে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০০ অবৈধ চায়না দুয়ারি ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। সোমবার ২৫শে জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ১ম ধাপে রাজৈর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সোমবার সন্ধায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
বিকেলে জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ওই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। দিন ব্যাপী মোবাইল কোর্টে জব্দকৃত অবৈধ জালসমূহ সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে উপস্থিত জনসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
দেশীয় মাছ রক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন- যেকোন মূল্যে আমাদের দেশীয় মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে উপস্থিত জনসাধারণের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় ও সচেতনতা সভা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন বলেন- দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে প্রয়োজনে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এ জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি মৎস্য আইন মেনে মাছ ধরতে সকলের প্রতি আহবান জানান।