শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কদমবাড়ি সড়কে বুধবার দুপুরে সেনদিয়া এলাকায় মাহেন্দ্র ও ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কদমবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ সহকারী সিমান্তী মন্ডলের মর্মান্তিক মৃত্যু হয়।
সে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন মন্ডলের কন্যা।সিমান্তী রাজৈর ইউনিয়নের চৌয়ারী বাড়ি গ্রামের মুকুন্দ মন্ডলের ছোট ছেলে ধিরু মন্ডলের স্ত্রী।
সিমান্তী মন্ডলের রেখে যাওয়া আদরের ধন দুইটি শিশুর গগন বিদারী আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে।