মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শনিবার বেলা ১১টায় স্থানীয় আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি, আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন ও বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লাল মিয়া জমাদার।
মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান, মিঠাপুর এল. এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক সরদার আবদুল হামিদ, আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, মস্তফাপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান খান প্রমুখ। এ সময় বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য সরকারের দাবী জানান।
সম্মেলন শেষে অনুষ্ঠানের সভাপতি খলিলুর রহমান হাওলাদার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটির সভাপতি কাজী ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক নূর ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন।