বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রোবিবার ২৫শে জুন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন— মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার জহর লাল দাশের পুত্র পলাশ চন্দ্র দাশ(২৭) ও একই ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মোঃ সেলিমের পুত্র মোঃ সাইদ(২৯)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন- রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স নিয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৫৮২) থেকে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।