রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার(৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (১৯শে আগস্ট-২৩ইং) দুপুরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাসরিন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের আবু খোন্দকার বাড়ির সৌদি প্রবাসী মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী।
বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন জানান, গত (১৭ই আগস্ট-২৩ইং) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার আমাদের হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি দেখে প্রথমে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।
শরীরের কন্ডিশন আরও খারাপ হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, জ্বরে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে তিনি মারা যান। ওই নারীর দুই ছেলে এক মেয়ে রয়েছে। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।
বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর জাগো নিউজকে বলেন, মাত্র চারদিনের জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ নাসরিন চলে যাওয়ায় খুব খারাফ লাগছে। তিন মাসের বাচ্চা কীভাবে বাঁচবে আল্লাহ ভালো জানেন।