শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে অভিযান চালিয়ে পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১২ই জুন সকালে যাত্রীবাহি এসি বাস পরিবহণ থেকে মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ পারভেজ উদ্দিন(৩০), একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোঃ সাহাব উদ্দিন প্রকাশ সাদ্দাম(২৯) ও সিডিএম ট্রাভেল্স এ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানায় রোহিঙ্গা শরনার্থী শিবিরের মোছনী রেজিষ্ট্রার্ড ক্যাম্পের রেদোয়ানের ছেলে রহমত উল্লাহ(১৯)কে আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন বলেন- সোমবার সকালে মিরসরাই পৌর সদরে মহাসড়কে চট্টগ্রামমুখী বিভিন্ন গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সকাল পৌনে ৮টায় যাত্রীবাহি এসি বাস গ্রীনলাইন (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ৭ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ পারভেজ উদ্দিন ও মোঃ সাহাব উদ্দিন গ্রেফতার করা হয়। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামগামী যাত্রীবাহি বাস সিডিএম ট্রাভেল্স (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৩৫) তল্লাশী করে ৭ কেজি গাঁজা সহ রহমত উল্লাহ(১৯)কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ১৪ কেজি গাঁজার বাজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা ও ৩০টি ফেন্সিডিলের মূল্য ৩০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।