রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি ও সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন(৬৫), উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম(৪৫) ও জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী(৫০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, গ্রেফতার জামায়াত নেতাদের নামে থানায় মামলা থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ারুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে নেওয়া হবে।