শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলের মাটি কেটে অন্যত্র বিক্রি ও পুকুর খনন এবং বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলে এক্সকেভেটরের সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে বিমল চন্দ্র দাশ নামক একজনকে আটক করা হয়।
এসময় আটককৃত বিমল চন্দ্র দাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় নাছির শেখ(৪২), আব্দুল হক(৪৩), রিয়াদ হোসেন(২০) এবং আরিফ(২১) কে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
এসময় আটককৃত নাছির শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, আব্দুল হককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, রিয়াদ হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরিফকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কোস্ট গার্ড এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।