শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা যুবদলের একাংশ নেতৃবৃন্দ।
সোমবার ১৫ই মে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এতে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির অর্থ সম্পাদক যুবনেতা মাসুদ রানা মাসুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুতফুল রহমান চৌধুরী শুভ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরিদ হোসেন প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ ফয়সাল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন- গনতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়ার জন্যই সরকার মুন্নাকে গ্রেফতার করে বার বার রিমান্ডের নামে নির্যাতন করছে। এমনকি মহামান্য আদালত তার জামিন মঞ্জুর করলেও জেলগেট থেকে তাকে পুনরায় অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
তাই মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দিদের নি:শর্ত মুক্তির দাবি জানায়। সেই সাথে গ্রেফতার আর হামলা মামলা করে সরকার পতনের আন্দোলনকে ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম পাতি, পাইলট, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব শামীম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।