বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শনিবার ৩০শে জুলাই) সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর পর একমাত্র শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। এই আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সরকার। তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল আকন, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকসহ স্থাণীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।