শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
যে সরকারই আসুক না কেন শ্রমিকদের কথা তাদের শুনতে হবে শ্রমিকদের সমস্যা গুলো সেই সরকার সমাধান করবে এমন দৃষ্টান্ত অনেক রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন- ঐক্যের চাইতে বড়শক্তি কিছু নেই। ৫১ বছর শ্রমিক রাজনীতির একটানা ১০ বছর চেষ্টা করে তিনটি শ্রমিক সংগঠনকে এককরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তৈরী করেছি। এটা কিন্তু একমাত্র ঐক্যের কারনেই হয়েছে। দাবী আদায়ের মূলশক্তি হলে ঐক্য। যখনই সবাই ঐক্যবদ্ধ হওয়া যায়, তখনই দাবী আদায় হয়। ঐক্যছাড়া দাবী আদায় হয়না। আওয়ামী লীগ সরকারের এমপি হয়েও আমি শ্রমিকদের পক্ষে কথা বলি।
পদ্মা সেতু শেখ হাসিনা সরকারের সাহসী দৃষ্টান্ত উল্লেখ করে শাজাহান খান আরো বলেন- পদ্মা নদীতে দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। অনেকে আত্মীয়-স্বজন ফেরিঘাটে ফেরিতে মৃত্যুবরণ করেছে, চিকিৎসা না পেয়ে। দিন পাল্টে গেছে, দিন বদলের রাজনীতি শেখ হাসিনা শুরু করেছে। শেখ হাসিনা চ্যলেঞ্জ গ্রহণ করেছেন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে।
সেই পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়েছে আমরা পারি। এতে সারাবিশ্বে বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান বাচ্চু খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুদ আলম সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনউদ্দিন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান খান মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান সহ অন্যগণ উপস্থিত ছিলেন।