শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শরিফা বেগম শিউলী- রংপুুর বিভাগীয় ব্যুরোচীফঃ
রংপুর নব্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন এঁর সহিত জেলার বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, নব্য বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসনিক (সার্বিক) ও (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা, মহানগর আওয়ামী লীগের সভাপতি ডঃ দেলোয়ার হোসেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুুদার রহমান মিলন, তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান লিটন, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সহকারী সচিব মোঃ রুহুল আমিন, রংপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।
রংপুরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রসঙ্গ নিয়ে প্রস্তাব করিলে নব্য বিভাগীয় কমিশনার বলেন, আমি এখন রংপুুরের মানুষ রংপুরের উন্নয়নমূলক কাজ করা আমার দায়িত্ব। আপনাদের প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাবিত চিঠি বিগত কমিশনার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। বাকি উন্নয়নমূলক প্রস্তাবগুলো আমার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা সবসময় আমাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করবেন।