সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরে ৪১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন- অত্যন্ত পরিতাপের বিষয় যে, জাতীয়করণ কালীন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও এখনো পর্যন্ত জাতীয়করণের বাহিরে রয়েছে ৪১৫৯টি বিদ্যালয়।
স্বাধীনতা পরবর্তী ০১/০৭/১৯৭৩ইং সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। যা ছিলো পৃথিবীর ইতিহাসে বিরল।
বক্তারা বলেন, প্রায় ৪০ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও কেউ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের সাহস দেখাতে পারেনি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উওরসুরী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব হাতে নিয়ে ৰান্ধালী জাতির শিক্ষার ভিত্তি মজবুত করার লক্ষ্যে ২০১৩ সনে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মােঘণা দিয়ে জাতির পিতার মত আরও একটি ইতিহাস রচনা করেন।
কিন্তু জাতীয়করণ কালীন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও এখনাে জাতীয়করণের বাহিরে রয়েছে ৪১৫৯টি বিদ্যালয়। এতে শিক্ষকদের মধ্যে চরম হত্যাশা বিরাজ করছে। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ ২০২২-২০২৩ইং অর্থ বছরে এই বিদ্যালয় গুলো জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশীদ খোকন, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ধরণী মোহন রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার চাকী, কুড়িগ্রাম জেলারসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক এনামুল হক, ঠাকুরগাঁওয়ের সভাপতি পরেশ রায় রংপুর বিভাগের অর্থ সম্পাদক রায়হান প্রমূখ।