শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আমিরে জামায়াতের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে আহতদের খোঁজখবর নেয়ার অংশ হিসেবে রংপুরে সুমন মিয়ার বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এ টি এম আজম খান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড আরাজি মন খামার জোর ইদ্রা গ্রামে গত (১৭ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া সুমন মিয়ার খোঁজখবর নিতে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহিগঞ্জ থানা আমির মাওলানা আজিজুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক অধ্যাপক বশির উদ্দিন, থানা তালিমুল কুরআন দায়িত্বশীল ডাক্তার বেলাল হোসেন, ৩৩ নং ওয়ার্ড সহ সভাপতি অধ্যাপক মোঃ নুর ইসলাম, ৩০ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম সহ আরও অনেকে।
সুমন মিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাকে আর্থিকভাবে সহায়তা করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ পুরো চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দেন এটিএম আজম খান।
পরে সুমন মিয়া সহ ছাত্র জনতার আন্দোলনে সারাদেশে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান।