শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়েরকে অপসারণের দাবিতে মাসিক সমন্বয় সভায় সমন্বয়কদের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের হলরুমে এ সভার আয়োজন করেন।
উক্ত সভায় রংপুরের সচেতন নাগরিক সমাজ ও দুর্নীতি বিরোধী সেল এর পক্ষ থেকে স্মারকলিপি তদন্তকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রদান করেন। স্বরলিপি তো উল্লেখ আছে যে, মোঃ আবুল খায়ের ১৫তম বিসিএস এর গণপূর্ত ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
বর্তমান তিনি রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। বিগত কয়েকদিন থেকে তার নামে আওয়ামী লীগের লোকজন কে কাজ পাইয়ে দেওয়া ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে দুইটি স্বনামধন্য টিভি চ্যানেল এবং বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক হারে নিউজ প্রকাশ হলেও প্রশাসনের পক্ষ হইতে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।
অথচ প্রধান প্রকৌশলী আবুল খায়েরকে বাঁচতে গণপূর্ত অধিদপ্তর হইতে দায়সারা তদন্ত করা হয়। গত ১৬/০২/২০২৫ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম রংপুর গণপূর্ত অফিস তদন্ত করতে আসলে আবুল খায়ের এর অনুসারী ঠিকাদারের যোগ সাজসে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গণপূর্ত ভবন ঘিরে রাখার অভিযোগ রয়েছে।
গত ১৬/০২/২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক, রংপুর এর কার্যলায় মাসিক সমন্বয় সভায় এক সমন্বয়ক তার বক্তবে আবুল খায়েরকে আওয়ামী লীগ পূর্নবাসনের দালাল ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসাবে আখ্যায়িত করনে এবং তাকে অপসারনের জন্য দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় গণপূর্ত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে।
রংপুরের সচেতন নাগরিক সমাজ ও দুর্নীতি বিরোধী সেল রংপুরের পক্ষ হইতে তদন্তকারী কর্মকর্তা মো: শফিকুল ইসলামকে একটি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান হয়। উক্ত স্মারকলিপিতে তার দুর্নীতির ও ফ্যাসিষ্টদের লোকজনকে আশ্রয় দেওয়ার সকল তথ্য প্রমান বিষদভাবে রয়েছে।