বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
মৎসজীবী জনতা গড়ে তোল একতা এই শ্লোগানকে সামনে রেখে, রংপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার (১২ মার্চ) রংপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে পীরগাছা উপজেলাধীন বড়দরগাহ হযরত শাহজালাল (রঃ) হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং কল্যাণী ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি মোঃ নাজির হোসেন, সহঃ সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক শাহীন মির্জা সুমন, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, সদস্য মনছুর আহম্মেদ, জেলা মৎসজীবী নেতা জাহিদুল ইসলাম, মিলন মিয়া, লাবু মিয়া, মাসুদ রানা, পীরগাছা উপজেলার মৎস্যজীবী দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব হাফিজুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, ১নং কল্যানী ইউনিয়ন যুবদলের আহবায়ক বায়েজিদ হোসাইন সেলিম, রংপুর জেলা কৃষক দলের সদস্য লুৎফর রহমান। কল্যাণী ইউনিয়ন বিএনপির সদস্য আজগার আলী, ইউনিয়ন মৎস্যজীবী নেতা সাহেব আলী, প্রমুখ।
এসময় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, দোয়া ও মুনাজাত করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ রমজান আলী। দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার সাধারণ ও এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করেন উপস্থিত নেতৃবৃন্দ।