সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক কামরুন নাহার সৃষ্টি আজ দুপুর ১২টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। তিনি একাডেমির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে একাডেমির মিলনায়তনে রংপুরের সংস্কৃতি অংঙ্গনের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন।
তিনি জেলার সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সংস্কৃতি চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আমরা চাই জেলার সংস্কৃতি কর্মীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করুক। এ জন্য সরকার সব ধরনের সহায়তা দিবে। এর আগে রংপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।
এসময় রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন (রামবা)’র আহবায়ক জহির আলন নয়ন বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। শিল্প-সংস্কৃতির বিকাশে আমরা দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করতে হবে।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
এসময় জেলা কালচারাল অফিসার মো. আরিফুজ্জামান, রামবা’র উপদেষ্টা ও বিশিষ্ঠ ক্রিড়া সংগঠক রাসেদ সরকার, রামবা’র সদস্য সচিব নুর আলম বাবু, কার্যনির্বাহী কমিটি অন্যতম সদস্য হৃদয় জেজে সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।