শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর রমনা এলাকা থেকে ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত আসামীর নাম- মোছাঃ সালমা বেগম।
গতকাল মঙ্গলবার ২২শে মার্চ ২০২২ইং বিকাল ৫টা ৩০ ঘটিকার দিকে রমনা থানার মগবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় জাল টাকার ব্যবসায়ী রমনা থানার বড় মগবাজার এলাকার ভর্তা-ভাত রেস্তোরার সামনে জাল নোট লেনদেন করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সালমা বেগমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
অভিযানটি, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম-বার এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মান্না দে এর নেতৃত্বে পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় মাদক কারবারিদের হেফাজত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার তথা দুই’জন মাদক কারবারি আসামীদের গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ২৩শে মার্চ ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।