মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ চাঁন মিয়া।
গতকাল মঙ্গলবার ৭ই জুন ২০২২ইং সকাল ৯টা ২৫ ঘটিকায় কদমতলী থানার রায়েরবাগ এলাকা হতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক কারবারি কদমতলী থানার রায়েরবাগ সিএনজি স্ট্যান্ডের বিপরীত পাশে ইদ্রিস মিয়ার চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০০০ পিস ইয়াবাসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ৮ই মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।