মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাকির হোসেন, মোঃ আল আমিন, মোঃ ফারুক মিয়া, মোঃ শাহিন মিয়া, মোঃ নজরুল ইসলাম রোকন, মোঃ শাহ আলম ও মোঃ আব্দুল মান্নান মিয়া।
গতকাল শনিবার ১১ই জুন ২০২২ইং দিবাগত-রাত ১০টা ৩০ ঘটিকায় রাজধানীর পল্লবী থানার ইসিবি রোডের কালশী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) জানান- কতিপয় মাদক কারবারি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উত্তর কালশী ইসিবি রোডের ‘শতক ফুয়েল স্টেশন’ এর সামনে দিয়ে যাবে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) উদয় কুমার মন্ডল এর নেতৃত্বে ওই এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করা হয়।
ওই সময় কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেয়া হয়। মাইক্রোবাসের কাগজপত্র ও আরোহীদের গন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে তারা কোন সঠিক তথ্য দিয়ে পারেনি। পরবর্তীতে তাদের গাড়ি থেকে নামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এসময় আল আমিন, ফারুক, শাহিন, নজরুল, শাহ আলম ও আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
ওসি জানান- গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি হিসেবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার খুচরা কারবারিদের কাছে বিক্রয় করতো মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় রুজুকৃত মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
উক্ত অভিযানটিতে মাদকদ্রব্য উদ্ধার তথা ৭ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার ১২ই জুন ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।