মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম, ১/ মোঃ ফারুক মিয়া, ২/ মোঃ হাসানুজ্জামান ওরফে টগর, ৩/ মোরশেদ।
অভিযানটি গত বৃহস্পতিবার ৪ঠা মে ২০২৩ খ্রি. রাত ৯টা ৩০ ঘটিকায় হাতিঝিল থানার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম গণমাধ্যম কর্মীদের জানান- হাতিরঝিল থানার রামপুরা এলাকার একটি বাসার সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুক, হাসানুজ্জামান ও মোরশেদকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন- গ্রেফতারকৃত আসামীরা হাতিরঝিল থানা এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে দেশের প্রচলিত আইনে হাতিরঝিল থানার মামলায় পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি আজ রবিবার ৭ই মে ২০২৩ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।