বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এর আগে গত রবিবার সারাদেশের ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক করা হয় উপজেলা নির্বাহী অফিসারদের। একই দিন দেশের ৩৩০টি পৌরসভায় এবং ৬১টি উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে সরকার।