রবিবার, ১৩ Jul ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শালপাড়া গ্রামে সোমবার ১০ই অক্টোবর বাদশাহ আলমের পুত্র উজির আলীর(৩২) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়- সোমবার বিকালে উজির আলী বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটাতে যায়, এসময় আকাশে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এপ্রসঙ্গে ধমগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বজ্রপাতে মারা যাওয়া উজির আলী’র লাশ দাফনের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন- বিষয়টি আসলে আমারা জনিনা। এব্যপারে সাংবাদিকরাই শুধু ফোন করে জানতে চাচ্ছে।