বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে ২রা এপ্রিল শনিবার বিকাল ৫ ঘটিকায় নেকমরদ ধানহাটি মাঠ প্রাঙ্গনে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সল্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেকমরদ ইউনিয়ন যুব সংহতির সভাপতি আখতারুজ্জামান”র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- পীরগঞ্জ জাতীয় পাটির সহঃ সভাপতি দবির ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
প্রধান বক্তা ছিলেন- জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও প্যানাল মেয়র-২ ইসহাক আলী।
এছাড়া বক্তব্য রাখেন- জাতীয় যুব সংহতির পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জহির আহমেদ, উপজেলার যুব সংহতির সভাপতি গফুর আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন- বর্তমান সরকারের চেয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন, আপনারা আগামি নির্বাচনে জাতীয় পাটিকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও জনগণের সঙ্গে থাকার সুযুগ করে দেন।
উল্লেখ সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক রাজিউর রাজু সহ ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন, নেকমরদ ইউনিয়নের যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু।