বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সৈয়দপুর শহরে কাজিপাড়া এলাকার রেলের ভূসম্পত্তি বিভাগের ২২৫ শতক জমির পুকুর ও ডোবা নিয়ে বিবাদমান দুইটি পরিবারের মধ্যে তুমুল মারামারি হয়েছে ১৪ই মে সকাল ১০ ঘটিকার সময়।
পুকুর ও ডোবার দখল নিতেই এই মারামারির সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায় উভয় পরিবারের চারজন করে মোট আটজন ব্যাক্তি গুরুতর জখম হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়- বিরোধপূর্ণ জমিটি ইতিপূর্বে মরহুম মওলানা খলিলুর রহমানের নামে লীজ ছিল তার মৃত্যুর পর তার চারপুত্রদ্বয় ভাগ বাটোয়ারা করে আবাদ সুবাদ ও মাছ চাষ করত সংসারে অভাব অনটনের কারণে জমির ভাড়ার টাকা সঠিক সময়ে দিতে না পারায় তাদের লীজ বাতিল হয়ে যায়।
করেনাকালীন সময়ে স্থানীয় বাসিন্দা সিরাজ ও মানিক গং উক্ত জমিটি পার্বতীপুর কানুনগো অফিস হতে টেন্ডার নিয়ে দখলে নেয়। পরবর্তীতে গত দুইবছর যাবৎ তারা জমিটি ভোগ দখলে আছেন।
বর্তমানে মওলানা খলিলুর রহমানের পুত্রদ্বয় আবু তোহা আমিনুলসহ পাকশী ভূমি অফিসে যোগাযোগ করে তাদের নামে লীজ করিয়ে নিয়ে আসেন এতেই বাধে বিপত্তি। তারা তাদের লীজ বলে জমিটির দখল নিতে গেলে মারামারির সূত্রপাত হয়।
এ ব্যাপারে পার্বতীপুর কানুনগো অফিসে যোগাযোগ করলে তারা জানায় জমিটি তাদের অফিস সিরাজ ও মানিকের নামে টেন্ডারের বৈধ কাগজ করে দিয়েছে। পাকশী ভূসম্পত্তি কর্মকর্তা কিভাবে তাহলে উক্ত জমি আরেকজনকে লীজ দিয়ে থাকে এই প্রশ্ন করলে তারা বলেন এটি দূর্নীতির মাধ্যমে হয়েছে।
এব্যাপারে কার কাগজটি বৈধ হিসাবে ধরে নেওয়া যাবে জানতে চাইলে তারা বলেন রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ এটির সঠিক সমাধান দিতে পারবে বলে জানান।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা খাদিমূল প্রামানিকসহ একাধিক ব্যাক্তি অভিযোগ করেন সৈয়দপুর রেলের জমি দায়িত্বে থাকা কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীর দূর্নীতি অনিয়মের কারণে সৈয়দপুরের রেলওয়ের জমির আজ এই অব্যাবস্থাপনা তারা সবাই রেলের কাগজ ধরিয়ে টাকা খেতে ব্যাস্ত। বাস্তব চিত্র তদন্ত না করেই লীজ দেওয়ার কারণে আজ এই অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে তারা জানান।